নীলাভ্রের প্রেম
- শামিম ইশতিয়াক ২৮-০৪-২০২৪

©©আমার কানে ভাসে নীলাময়ীর অতিক্ষেত্রিক কণ্ঠস্বর,
প্রেমের প্রলেপ দেয়া দেয়ালে ভেজে উঠে করুণ প্রতিধ্বনি,
ওই পাশে দাঁড়িয়ে নীলাময়ী মুখ ডাকে শাড়ির আচলে,
যেন নীলাভ্র আর নীলাময়ীর মাঝে চলছে গোপন লীলা...
ওইদিন নীলাভ্র বললো চল দুজনে কুয়াশায় ভিজে একাকার হই, তুই আমি মুখোমুখি দাঁড়িয়ে নিষ্ঠুর সুখ খুজবো,
বড্ড ইচ্ছে করে তর গায়ে ছুড়ে মারতে এক মুঠো মেঘ, মেঘে ভেজা তর দেহতরী আমার হৃদয়ে আঁকবে কিছু অষ্পষ্ট চিত্রকর্ম আমি তা যত্ন করে রেখে দিবো দেয়ালের ওই মোনালিসার সাথে,
নীলাময়ী বললো তুই চাষা হবি? আমি তর কৃষাণী হবো রোজ তর জন্য গামছায় খাবার বেধে মাঠে যাবো আর তোর ঘামেভেজা উষ্ণ বুকে মাথা রেখে নিবো শীতল অনুভূতি, তুই বড্ড লাজুক আর লজ্জায় হবি খুন,
এই প্রেম অবৈধ হলো একটি বদ্ধ ঘরে, আর মৃত্যুদন্ড হলো নীলাময়ি আর নীলাভ্রের.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।